প্রকাশিত: Wed, Dec 28, 2022 4:07 PM
আপডেট: Thu, Jul 3, 2025 5:34 PM

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত

মহসীন কবির: বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী-সমাবেশে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ২৯ ডিসেম্বর থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব